Pages

Thursday, February 24, 2011

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির সম্ভাবনা আছে

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির সম্ভাবনা আছে

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৪-০২-২০১১

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল ‘বাংলাদেশের আদিবাসী: এথনোগ্রাফিয় গবেষণা’ শীর্ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল ‘বাংলাদেশের আদিবাসী: এথনোগ্রাফিয় গবেষণা’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও অন্যরা
ছবি: প্রথম আলো

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় আদিবাসীদের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এ স্বীকৃতির ফলে উন্নয়নের মূল স্রোতধারায় আদিবাসীদের সম্পৃক্ত করা সহজ হবে। গতকাল বুধবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশের আদিবাসী: এথনোগ্রাফিয় গবেষণা শীর্ষক তিন খণ্ডের বইটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
দেশের ৪৫টি আদিবাসী জাতির ভাষা, বসতি অঞ্চল ও জনসংখ্যা, স্থানান্তরের প্রক্রিয়া, পরিবারের ধরন, লোকবিশ্বাস, উৎসব, খাদ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশিত বইটি আদিবাসী সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণার অবসান ঘটাতে সহায়তা করবে বলেও বক্তারা উল্লেখ করেন।
বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের যৌথ উদ্যোগে প্রকাশিত বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন।
গতকাল আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, বইয়ের বেশির ভাগ লেখক আদিবাসী। বই লেখার বিষয়টি ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়নি। এ জন্য লেখকদের একাধিকবার ধন্যবাদ জানানো প্রয়োজন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মেসবাহ কামাল বলেন, বর্তমানে সংবিধান সংশোধনের প্রক্রিয়া চলছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ বই সাংসদ ও নীতিনির্ধারকদের অবশ্যই পাঠ করা প্রয়োজন।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, সরকারিভাবে আদিবাসী জাতিসত্তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। বইটি প্রাথমিকভাবে তথ্য-উপাত্তের বিভ্রান্তি কাটাতে সহায়তা করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধিকার আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক জান্নাত-এ ফেরদৌসী। এতে অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক রাখী ম্রং এবং অক্সফাম জিবির সৈকত বিশ্বাস বক্তব্য দেন।




-----
source: http://www.prothom-alo.com/detail/date/2011-02-24/news/133455


No comments:

Post a Comment