বাঘাইছড়িতে বৃত্তি পরীক্ষায় আদিবাসী শিক্ষার্থীরা অনুপস্থিত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আদিবাসী শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা বর্জন করেছে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত ২৮৬ জন শিক্ষার্থী গতকাল বুধবার প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল। তবে সহিংসতার এক সপ্তাহ পর সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা জানান, জেলা পরিষদ আয়োজিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উপজেলায় ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৬৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। এর মধ্যে মাত্র ১৩টি প্রতিষ্ঠানের ৮২ জন পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে তিনজন আদিবাসী এবং বাকি ৭৯ জন বাঙালি।
আদিবাসী অভিভাবক চন্দ্রসেন চাকমা জানান, অনুকূল পরিবেশ না থাকায় সন্তানদের পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়নি। আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা হলে কোনো বিচার হয় না। এ ছাড়া সামাজিক বাধাও রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার রূপকারী ইউনিয়নের ভক্তপাড়া গ্রামে ১৪ ডিসেম্বর মোটরসাইকেলের চালক আবদুস সাত্তারের লাশ উদ্ধারের পর বাঙালিরা উত্তেজিত হয়ে আদিবাসীদের ওপর হামলা চালায়। এর জের ধরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সহিংসতায় এক আদিবাসী নারী নিহত হন। ফলে ওই অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বৃত্তি পরীক্ষায় আদিবাসী শিক্ষার্থীরা উপস্থিত হয়নি।
তবে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম প্রথম আলোকে জানান, আগের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা জানান, জেলা পরিষদ আয়োজিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উপজেলায় ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৬৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। এর মধ্যে মাত্র ১৩টি প্রতিষ্ঠানের ৮২ জন পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে তিনজন আদিবাসী এবং বাকি ৭৯ জন বাঙালি।
আদিবাসী অভিভাবক চন্দ্রসেন চাকমা জানান, অনুকূল পরিবেশ না থাকায় সন্তানদের পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়নি। আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা হলে কোনো বিচার হয় না। এ ছাড়া সামাজিক বাধাও রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার রূপকারী ইউনিয়নের ভক্তপাড়া গ্রামে ১৪ ডিসেম্বর মোটরসাইকেলের চালক আবদুস সাত্তারের লাশ উদ্ধারের পর বাঙালিরা উত্তেজিত হয়ে আদিবাসীদের ওপর হামলা চালায়। এর জের ধরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সহিংসতায় এক আদিবাসী নারী নিহত হন। ফলে ওই অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বৃত্তি পরীক্ষায় আদিবাসী শিক্ষার্থীরা উপস্থিত হয়নি।
তবে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম প্রথম আলোকে জানান, আগের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
---------------------------------------------------------------------------
Courtesy: Daily Prothom-Alo
No comments:
Post a Comment