Why we want our voice to be heard?

Pages

Thursday, May 10, 2012

লংগদুতে আদিবাসী শিশুকে হত্যা


লংগদুতে আদিবাসী শিশুকে হত্যা


তারিখ: ১০-০৫-২০১২
রাঙামাটির লংগদু উপজেলায় সুজাতা চাকমা (১১) নামের এক আদিবাসী শিশুকে হত্যা করা হয়েছে।
সুজাতা উপজেলার আটরকছড়া ইউনিয়নের উল্টোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। তার বাড়ি উল্টোছড়ি গ্রামে।
সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে সুজাতা ছয় বছর বয়সী একটি শিশুসহ গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গরু আনতে যায়। বেলা আড়াইটা থেকে তিনটার দিকে এক ব্যক্তি সুজাতাকে ধরে একটি পাহাড়ি ছড়ার ওপরের দিকে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা শিশুটি দৌড়ে গ্রামে এসে লোকজনকে খবর দেয়। পরে লোকজন ঘটনাস্থলে গিয়ে সুজাতার লাশ উদ্ধার করে।
আটরকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমা জানান, শিশুটির শরীরে কাটা চিহ্ন ও ধর্ষণের আলামত রয়েছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছে।


----------------------------------------------------------
Courtesy: Daily Prothom-Alo

1 comment:

  1. যেখানে মূল জনগোষ্ঠী গুম, খুন, অপহরণ আর ধর্ষনের শিকার হচ্ছে সেখানে আমাদের এ দৃঃখ, লাঞ্চনা বঞ্চনা দেখবে কে।

    ReplyDelete