সীমান্ত এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে বিডিআর জওয়ান ও চৌকি বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি | তারিখ: ৩০-০৯-২০১০
সরকারের কাছে পার্বত্য চট্টগ্রামে বিডিআর জওয়ান ও কর্মকর্তার সংখ্যা এবং সীমান্ত চৌকি (বিওপি-বর্ডার আউট পোস্ট) বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী কয়েকটি সীমান্ত চৌকি পরিদর্শন ও রাঙামাটির বরকল উপজেলার টেগামুখ এলাকায় স্থলবন্দর পরিদর্শনের সময় বিডিআরের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁর সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে পার্বত্য চুক্তি করেছে। এ মেয়াদে এ চুক্তি বাস্তবায়ন করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখার জন্য তিনি সেনাবাহিনী ও বিডিআরকে ধন্যবাদ জানান। তিনি সীমান্ত এলাকায় বিওপি বাড়ানো হবে বলে জানান।
বিডিআর সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী টেগামুখসহ পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তিনি আজ বেলা সাড়ে ১২টার দিকে বিডিআরের টেগামুখ হেলিপ্যাডে নামেন। বিডিআরের রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল হক স্বরাষ্ট্রমন্ত্রীকে মানচিত্রসহ সীমান্ত এলাকার অবস্থা বর্ণনা করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত এলাকায় অস্ত্রধারীদের আনাগোনা বেড়েছে। এটা রোধ করতে হলে সীমান্ত চৌকির সংখ্যা বাড়াতে হবে। বিডিআরের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পার্বত্য চট্টগ্রামে আরও তিনটি সেক্টর ও চারটি ব্যাটেলিয়ন এবং চট্টগ্রামে বিডিআরের আঞ্চলিক সদর দপ্তর স্থাপনের প্রস্তাব দেওয়া হয়।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, স্বরাষ্ট্রসচিব সোবাহান শিকদার, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম
--------------
source:
http://www.prothom-alo.com/detail/date/2010-09-30/news/97673
No comments:
Post a Comment