Why we want our voice to be heard?

Pages

Tuesday, May 17, 2011

।। ব্রেকিং নিউজ : : নিরাপত্তা বাহিনীর রোষানলে আদিবাসী ব্লগ ।।

Bangladesh Government shuts down Indigenous blog.

।। ব্রেকিং নিউজ : : নিরাপত্তা বাহিনীর রোষানলে আদিবাসী ব্লগ ।।


নিরাপত্তা বাহিনীর রোষানলে পড়েছে আদিবাসী ব্লগ বিডি ডটকম [http://www.adibasiblogbd.com/] ।
নাম প্রকাশে অনিচ্ছুক পাহাড়ের একাধিক সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার (১৭ মে) নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্লগ সাইটের সঞ্চালকদের জানান, তারা এই ব্লগটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন; একই সঙ্গে তারা সঞ্চালকদের কাছে ব্লগ লেখকদের সর্ম্পকেও বিস্তারিত জানতে চান।
খোঁজ নিয়ে জানা গেছে, নিরাপত্তা বাহিনী দেশ-বিদেশ থেকে পরিচালিত আদিবাসী বিষয়ক বিভিন্ন ব্লগ ও ফেইসবুক গ্রুপ সর্ম্পকেও খোঁজ-খবর নিচ্ছে।
এ অবস্থায় আদিবাসী ব্লগ বিডি ডটকম [http://www.adibasiblogbd.com/] কর্তৃপক্ষ তাদের সাইটটি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।
আমরা ‘আদিবাসী বাংলা ব্লগ’ [http://w4study.com/] এবং ফেইসবুক গ্রুপ ‘পাহাড়ের রূদ্ধকণ্ঠ CHT Voice’ এর পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর এই খবরদারীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমরা মনে করি, ব্লগ ও ফেইসবুকের ওপর এ হেন খবরদারী মুক্তচিন্তার ওপর নগ্ন হস্তক্ষেপেরই বহিঃপ্রকাশ, এটি কোনো সভ্য, গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। পাশাপাশি আমরা পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী পাহাড় থেকে সেনা-সেটেলার প্রত্যাহারেরও জোর দাবি জানাই।
আদিবাসী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের জয় হোক!
..........................................................................................................
Courtesy: w4study.com

No comments:

Post a Comment