Why we want our voice to be heard?

Pages

Saturday, November 27, 2010

রাঙামাটিতে চাকমা সার্কেল হেরিটেজ কাউন্সিল গঠন

রাঙামাটিতে চাকমা সার্কেল হেরিটেজ কাউন্সিল গঠন রাঙামাটি প্রতিনিধি
চাকমা সার্কেলের ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতত্ত্ব, দলিল-দস্তাবেজ সংরক্ষণে 'চাকমা সার্কেল হেরিটেজ কাউন্সিল' গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবী হিসেবে লক্ষ্য অর্জনের সময় পর্যন্ত সংগঠনটি তার কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া সংগঠনটির পক্ষ থেকে তহবিল সংগ্রহ ও খরচের যাবতীয় দায়িত্ব এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের সম্মতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবগঠিত ওই সংগঠনের আহ্বায়ক গৌতম দেওয়ান। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক আগুনে রাজপরিবারের ঐতিহাসিক ও প্রত্নতাত্তি্বক নিদর্শন পুড়ে যাওয়ায় আমরা খুবই হতাশ ও ব্যাথিত। ভালো উদ্যোগের অভাবে এসব সংরক্ষণে কোনো প্রচেষ্টা ছিল না। চাকমা হেরিটেজ কাউন্সিলের কার্যক্রম পরিচালনার জন্য গৌতম দেওয়ানকে আহ্বায়ক, প্রফেসর মংসানু চৌধুরী, অঞ্জুলিকা খীসা ও চিংকিউ রোয়াজাকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
চাকমা হেরিটেজ কাউন্সিলের আহ্বায়ক গৌতম দেওয়ান বলেন, চাকমা রাজবাড়ী পুড়ে যাওয়ায় আমাদের আর্থিক ক্ষতি তেমন না হলেও ঐতিহাসিক ক্ষতি হয়েছে ব্যাপক।
তারপরও অনেক ঐতিহাসিক নিদর্শন ও দলিল-দস্তাবেজ আমাদের রয়ে গেছে। সেগুলো রক্ষা করতে চাকমা সার্কেল হেরিটেজ কাউন্সিল গঠন করেছি।

------------
source: the daily kaler kantho 

No comments:

Post a Comment