আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য বিশেষ কমিটির কাছে সুপারিশ করবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
জাতীয় সংসদ ভবনে আজ মঙ্গলবার কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম। সভায় ১৯৭২ সালের সংবিধানে পুনঃপ্রত্যাবর্তন এবং আদিবাসীদের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করার বিষয়ে বিশেষজ্ঞ মতামত গ্রহণ করা হয়। সভায় বাংলাদেশ সংবিধানের ৬, ২৩, ২৮(৪) ও ১৫২ নম্বর অনুচ্ছেদে সামান্য পরিবর্তনের প্রস্তাব করা হয়।
সভায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কর্মরত এনজিওগুলোর তালিকা উত্থাপন করা হয় এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এতে পার্বত্য চট্টগ্রামে কর্মরত এনজিওগুলোর ওপর প্রশাসনের নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়। যেসব এনজিও জেলা প্রশাসনের নির্দেশনা মানছে না, সেগুলোর নিবন্ধন বাতিলের উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে বলা হয়। এ ছাড়া পার্বত্য জেলা পরিষদগুলোর কার্যক্রম জোরদার করতে এসব দপ্তরের সমস্ত শূন্যপদ দ্রুততম সময়ে পূরণের জন্যও সভায় সুপারিশ করা হয়।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বীর বাহাদুর, এথিন রাখাইন ও গিয়াস উদ্দিন আহমেদ সভায় অংশ নেন। সভায় বিশেষ আমন্ত্রণে যোগ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোধ মানকিন।
সভা শেষে কমিটির সভাপতি শাহ আলম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরেই আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ’৭২-এর সংবিধানে ফিরতে হলে এ বিষয়টির একটি সুরাহা হতে হবে। পার্বত্য চুক্তিতেও বিষয়টি আছে। কমিটি এ ব্যাপারে আলোচনা করে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবে। তিনি বলেন, ‘কমিটি মনে করে, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হলে সংবিধানের কিছু ধারা ও উপধারার পরিবর্তন করতে হবে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কাছে এ ব্যাপারে আমাদের প্রস্তাব তুলে ধরা হবে।’
------------------
source: prothom-alo (21.09.2010)
Chittagong Hill Tracts (CHT) is a military controlled area, where all the news are filtered by the military and the Bangladeshi government.CHT, where blood has shed for decades and hopes were burnt to ashes by the brutes, constitutes of people who want their voice to be heard. We are here to ensure that the voice of these unheard victims in CHT echo around the world despite the Bangladeshi government trying to suppress them in the biased state run media. Our email : chtnewsupdate(at)gmail.com
No comments:
Post a Comment