রাঙামাটিতে মানববন্ধন স্মারকলিপি
বাসিন্দাদের উচ্ছেদ করে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার মানববন্ধনের পর প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে সদর উপজেলার ১০৪ নম্বর ঝগড়াবিল মৌজার বাসিন্দারা।
রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঝগড়াবিল মৌজার অধিবাসীরা বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত মানববন্ধন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝগড়াবিল মৌজার বাসিন্দাদের অভিযোগ, কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে ওই মৌজার বাসিন্দারা ১৯৬০ সালে একবার উদ্বাস্তু হয়েছিল। এরপর বিডিআর সেক্টর সদর দপ্তর ও পর্যটনকেন্দ্র স্থাপনের সময় তাদের জমি হুকুমদখল করা হয়। এতে ৫০ বছরে তাদের দুবার উদ্বাস্তুতে পরিণত হতে হয়েছে।
স্থানীয় মৌজার হেডম্যান সুভাষ তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে নই। আমরাও চাই বিশ্ববিদ্যালয় হোক। কিন্তু আমাদের বারবার উচ্ছেদ করে কেন এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হবে? বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার অনেক জায়গা আছে।’
--------------
source: prothom-alo (22.09.2010)
No comments:
Post a Comment