Why we want our voice to be heard?

Pages

Friday, February 18, 2011

Yesterday's Longodu news on some dailies

Yesterday's Longodu news on some dailies

------------------------------------------------------

Friday, February 18, 2011
Front Page

'Death', fire in hills

A number of houses of indigenous people were burnt allegedly by Bangalee settlers at Rangipara village under Longudu upazila yesterday, a day after a Bangalee settler was killed by unknown criminals.

Nobody was killed or injured in the arson attack, police said.

However, there are conflicting reports about the number of houses burnt down.

While locals said at least 40 houses were set on fire, officer-in-charge of Longudu Police Station said he heard about 12-14 houses being burnt.

Masood-ul-Hassan, superintending of police of Rangamati, said: “I heard that two to three houses were burnt but I cannot confirm whose houses were those or who set the fire.”

“Bangalee settlers burnt at least 30-40 houses between 4:00pm and 6:00pm,” said Atul Chakma, a resident of neighbouring Shanti Nagar village.

Locals said two Bangalee settlers Sagu Sheikh and Saber Ali went to a nearby forest at Gulsakhali to collect firewood Tuesday morning. They did not return home that day.

Next day, Sagu Sheikh came back but there was no sign of Saber. Later on the day, his body was found in the forest.

The settlers blamed the indigenous people for the killing and brought out a procession at Longudu upazila around 4:00pm yesterday that followed the fire incident.

The Daily Star could not talk to Sagu as to what happened in the woods.

Parbattya Chattgram Jana Sanghati Samity (PCJSS) condemned the arson attack and termed it a conspiracy by a vested quarter for grabbing land of the indigenous people.

Parbattya Bangalee Chhattra Parishad (PBCP), a student platform of Bangalee settlers, yesterday brought out a procession in the town protesting the killing of their man.

An all-party meeting was called for today to discuss the incident, the SP told this correspondent.


---------------------
courtesy:


http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=174559


--------------------




News from Prothom-alo




বাঙালি কাঠুরিয়া ‘হত্যা’র জের

লংগদুতে আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি | তারিখ: ১৮-০২-২০১১

রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া ও গুলশাখালী ইউনিয়নের শান্তিনগর গ্রামে আদিবাসীদের বেশ কিছু বাড়ি পুড়িয়ে দেওয়ার ও ব্যাপক লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। একজন বাঙালি কাঠুরিয়ার মৃত্যুর জের ধরে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গুলশাখালী ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা ছাবের আলী (৪৫) গত মঙ্গলবার পাহাড়ে লাকড়ি কাটতে গিয়ে মারা যান। পরদিন বুধবার তাঁর লাশ পাওয়া যায়। তাঁকে আদিবাসীরা হত্যা করেছে—এমন অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিমের নেতৃত্বে বাঙালিরা লংগদু সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় আদিবাসীদের ওপর হামলার চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়।
রাঙামাটি ও বাঘাইছড়িতে চলাচলকারী লঞ্চের বেশ কিছু আদিবাসী যাত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ বাধা দিলে বাঙালিরা নিজেদের এলাকায় ফিরে যান। অবশ্য আবদুর রহিম তাঁদের মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে হয়েছে দাবি করে বলেন, তাঁরা কোনো আদিবাসীর ওপর হামলা করেননি।
বিকেল পাঁচটার দিকে বাঙালিরা লংগদু উপজেলা সদর থেকে কমপক্ষে ১০ কিলোমিটার দূরে বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া গ্রামে হামলা করে আদিবাসীদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেন। পার্শ্ববর্তী গুলশাখালী ইউনিয়নের শান্তিনগর গ্রামেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আদিবাসীরা অভিযোগ করেন, বাঙালিরা তাঁদের বাড়িঘরে আগুন লাগানোর আগে ব্যাপক লুটপাট চালান।
মুঠোফোনে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের নেতা আবদুর রহিম জানান, পাহাড়ি ও বাঙালি উভয়ের বাড়িঘর পুড়ে গেছে। তবে তা ১০ থেকে ১২টির বেশি হবে না। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তিনি জানেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি ঘটনা নিশ্চিত করলেও হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি।
রাঙ্গীপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজানগর জোনের অধিনায়ক লে. কর্নেল আফজালুর আবেদীন জানান, পাহাড়ি-বাঙালি উভয়েরই ঘরবাড়ি পুড়ে গেছে। 
--------
courtesy: http://www.prothom-alo.com/detail/date/2011-02-18/news/132160



bdnews24.com

----------

Arson attacks in CHT


Fri, Feb 18th, 2011 12:17 am BdST

Rangamati, Feb 17 (bdnews24.com) – Two rival groups of indigenous people and Bengali settlers have torched at least 15 houses at Langadu in the district.

Langadu police chief Shahjahan said he had heard about the arson attacks on Thursday that took place following the murder of a Bengali settler, but could not confirm.

"Additional police have been deployed in the area," he said.

Parbatiya Chattagram Jana Sanghati Samity (PCJSS) and United People's Democratic Front (UPDF) in separate statements protested what they called attack on the indigenous people by Bengali settlers.

According to locals, Bengali settlers took out a procession carrying the body of Saber Ali, 45, who went missing on Tuesday and was found dead the following day.

At one stage, they set fire to nine houses of the indigenous people, who, in retaliation, torched six houses of the Bengali settlers, they said.

bdnews24.com/corr/al/ha/ost/sht/2345h 
---------------


লংগদুতে পাহাড়ি-বাঙালি সহিংসতা, ১৫টি বাড়িতে আগুন


Thu, Feb 17th, 2011 10:27 pm BdST

রাঙামাটি, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদুতে বসতি স্থাপনকারী এক বাঙালির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাংগিড়াপাড়া ও রাজনগর এলাকায় বৃহস্পতিবার পাহাড়ি-বাঙালি সহিংসতার খবর পাওয়া গেছে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১৫টি বাড়িতে আগুন দেওয়া হয়।

পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও শান্তিচুক্তি সমর্থক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পৃথক বিবৃতিতে এ সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার কাজে গিয়ে নিখোঁজ হন সাবের আলী (৪৫) নামে এক বাঙালি। বুধবার রাংগিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধারের পর বৃহস্পতিবার লংগদু উপজেলা সদরে বাঙালিরা বিক্ষোভ-সমাবেশ করে। এক পর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে রাংগিপাড়া এলাকায় পাহাড়িদের বসত বাড়িতে তারা আগুন দেয়। এতে কমপক্ষে নয়টি বাড়ি পুড়ে যায়। এ ঘটনার জের ধরে পাহাড়িরাও গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকায় বাঙালিদের ছয়টি বাড়িতে আগুন দেয়।

এ ব্যাপারে বগাচতর ইউপি চেয়াম্যান ওয়াশেখ আলী বলেন, একদল দুষ্কৃতকারী রাংগিপাড়ায় বাঙালিদের ৬টি এবং পাহাড়িদের দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে।

তবে বিজিবি সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে তিনি জানান।

ঘটনার সত্যতা যাচাইয়ে লংগদু থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক শাহাজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অগ্নিসংযোগের কথা তিনি শুনেছেন। তবে কয়টি ঘরবাড়ি পুড়ে গেছে তা জানাতে পারেননি তিনি।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান শাহাজাহান।

এদিকে, ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের সোনামুনি চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে রাঙিপাড়া গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এতে দাবি করা হয়, গুলছাখালি থেকে কয়েক শ' বসতি স্থাপনকারী বাঙালি একটি লাশ নিয়ে মিছিল শেষে সন্ধ্যা ছয়টার দিকে রাঙিপাড়া গ্রামে হামলা, লুটপাট ও বাড়িঘরে আগুন দেয়।

পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ভূমিকারও সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, তারা বাঙালিদের প্রত্যক্ষ সহায়তা দিয়েছেন।

অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা ওই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি রাংগিড়াপাড়ায় পাহাড়িদের কমপক্ষে ১২টি এবং গুলশাখালী গ্রামে জুম্মদের পাঁচটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২২২ ঘ. 
--------

No comments:

Post a Comment